Gogreen তিনজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুর একটি স্বপ্নের যাত্রা, যা শুরু হয়েছে নিরাপদ, অর্গানিক ও স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রথম ধাপই হলো বিশুদ্ধ খাবার। সেই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।
আমরা কৃষকের কাছ থেকে সরাসরি নিরাপদ, কেমিকেলমুক্ত ও প্রাকৃতিকভাবে উৎপাদিত পণ্য সংগ্রহ করে তা ভোক্তার কাছে পৌঁছে দিই কোনো প্রকার মধ্যস্থতাবিহীনভাবে। এতে যেমন কৃষক পান ন্যায্য মূল্য, তেমনি ভোক্তাও পান খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাবার।
Gogreen শুধুমাত্র একটি উদ্যোগ নয় – এটি একটি আন্দোলন, একটি জীবনচেতনা। চলুন, আমরা সবাই মিলে বলি — “Gogreen, Live Clean.”