Gogreen

ABOUT GOGREEN

Your organic food store

Gogreen তিনজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুর একটি স্বপ্নের যাত্রা, যা শুরু হয়েছে নিরাপদ, অর্গানিক ও স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রথম ধাপই হলো বিশুদ্ধ খাবার। সেই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।

আমরা কৃষকের কাছ থেকে সরাসরি নিরাপদ, কেমিকেলমুক্ত ও প্রাকৃতিকভাবে উৎপাদিত পণ্য সংগ্রহ করে তা ভোক্তার কাছে পৌঁছে দিই কোনো প্রকার মধ্যস্থতাবিহীনভাবে। এতে যেমন কৃষক পান ন্যায্য মূল্য, তেমনি ভোক্তাও পান খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাবার।

Gogreen শুধুমাত্র একটি উদ্যোগ নয় – এটি একটি আন্দোলন, একটি জীবনচেতনা। চলুন, আমরা সবাই মিলে বলি — “Gogreen, Live Clean.”

Board of Directors

Md. Arif Hossain Chief Operating Officer (COO)

Mahin Abdullah

Chief Executive Officer (CEO)

Md. Arif Hossain Chief Operating Officer (COO) (1)

Md. Wasik Arif Khan

Managing Director (MD)

Md. Arif Hossain Chief Operating Officer (COO) (2)

Md. Arif Hossain

Chief Operating Officer (COO)